জেলা পরিচিতি : ঢাকা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের রাজধানী। প্রশাসনিকভাবে এটি দেশটির ঢাকা বিভাগের প্রধান শহর। বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত।
*মেগাসিটি নামেও পরিচিত
*জনসংখ্যা ১ কোটি ৫০ লক্ষ (পরিবর্তনশীল).জনসংখ্যার বিচারে এটি দক্ষিণ এশিয়ার চতুর্থ বৃহত্তম শহর (দিল্লী,করাচি,মুম্বাইয়ের) পরেই এর অবস্থান।
*১৩৪ বর্গমাইল এলাকায় ১ লক্ষ ১৫ হাজার লোকের বসবাস।
*রাজধানী ও অতি মহানগরী।
*মসজিদের শহর,বিশ্বের রিকশার রাজধানী নামে পরিচিত।
*প্রতিষ্ঠাকাল - ১৬০৮ সালে।
সরকার:
স্থানীয় সরকার
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
পৌরসভা ৩টি সাভার,ধামরাই,দোহার
থানা ৫০ টি
*স্বাক্ষরতার হার - ৯৫.৭ শতাংশ।
*বিশেষণ - ঢাকাইয়া বা ঢাকাই
*দেশের টেলিফোন কোড- ০০৮৮০
*এলাকার টেলিফোন কোড -০২
নামকরনের ইতিহাস :
সেন বংশের রাজা বল্লা সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দূর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দূর্গার শ্রদ্ধাস্বরুপ রাজা বল্লান সেন ঐ এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহুতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় তাই রাজা মন্দিরেের নাম দেন "ঢাকেশ্বরী মন্দির "।কালক্রমে স্থানটির নাম " ঢাকা" হিসেবে গড়ে ওঠে।
আবার মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন ; তখন সুবেদার ইলাম খান আনন্দের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন।তখন থেকেই নাম হয় ঢাকা।
পুরাতন নাম জাহাঙ্গীরনগর। মোঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নাম রাখেন। তখন পরিচিত হয় জাহাঙ্গীরনগর।
ইতিহাস ও ঐতিহ্য
ঢাকা প্রথমে সমতট পরে বঙ্গ ও গৌড় প্রভৃতির অন্তর্ভুক্ত ছিলো। ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানরা ঢাকা দখল করে। সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষনা করা হয়।
অবস্থান :
ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত।
থানা:
চকবাজার, লালবাগ,কোতোয়ালি,সুত্রাপুর,হাজারীবাগ, রমনা,মতিঝিল, পল্টন,ধানমন্ডি, মোহাম্মদপুর,তেজগাঁও, গুলশান,মিরপুর,পল্লবী,শাহ আলী,তুরাগ,সবুজবাগ, ঢাকা ক্যান্টনমেন্ট,ডেমরা,শ্যামপুর,বাড্ডা,কাফরুল,
কামরাঙ্গীরচর,খিলগাঁও, উত্তরা।
ওয়ার্ড: ১৩০ টি
মহল্লা: ৭২৫ টি।
সীমানা:
ঢাকা জেলার উত্তরে গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলা দক্ষিণে মুন্সিগঞ্জ,পূর্বে নারায়ণগঞ্জ, পশ্চিমে মানিকগঞ্জ জেলা,দক্ষিণ পশ্চিমে ফরিদপুর জেলা অবস্থিত।
উপজেলা
দোহার,নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই।
ঢাকা পৌরসভা :
প্রতিষ্ঠা হয়েছিলে ১ আগষ্ট ১৮৬৪ সালে এবং পরবর্তীতে ১৯৭৮ এটি সিটি করপোরেশনে উন্নীত করা হয়। ৫ বছর পর পর নির্বাচন করা হয় সিটি করপোরেশনে।মহিলাদের জন্য ৩০ টি সংরক্ষিত পদ রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ: ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। মোট ১২ টি পুলিশ ষ্টেশনে প্রায় ৬০০০ এরও বেশি পুলিশ সদস্য ছিলেন।
সংসদের আসন সংখ্যা ২০ টি ( ১৭৪,৭৫,৭৬,৭৭,৭৮,৭৯,৮০,৮১,৮২,৮৩,৮৪,৮৫,৮৬,৮৭,৮৮,৮৯,৯০,৯১,৯২,৯৩)
পানি ব্যবস্থাপনা : ঢাকায় একটি জল বাহিত নিকাশী ব্যবস্থা রয়েছে কিন্তু এই জনসংখ্যার মাত্র ২২% স্থল অপরদিকে ৩০% সেপ্টিক ট্যাং দ্বারা পরিবেশিত হয়।
বেকারত্বের হার - ১৯%
ঢাকার বার্ষিক মাথাপিছু আয়- ১৩৫০$
অর্থনীতি
ঢাকা বাংলাদেশের প্রধান বানিজ্যিক কেন্দ্র। এখানে ৩৪% মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে।
গার্মেন্টস,টেক্সটাইল এবং অনান্য পন্য রপ্তানিতে করার লক্ষ্য তৈরি করা হয়েছিলো
ঢাকায় অবস্থিত বৃহত্তম আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ
সিটি গ্রুপ, এইচ এস বি সি, চার্টার্ড ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস, শেভরন একশন মবিল টোটাল, ব্রিটিশ পেট্রোলিয়াম, ইউনিলিভার, নেসলে,ডিএইচএল, ফেডএক্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো একইসাথে গ্রামীণ ব্যাংক ব্র্যাক প্রগতি ব্যাংকের কার্যালয় ঢাকা তে অবস্থিত
জনগোষ্ঠী
ঢাকা ঢাকাকে বাংলাদেশের বড় শহর যা বাঙালি সংস্কৃতির একটি ছবিও বলা চলে। এখানে কিছু অংশের পূর্বপুরুষরা ভারতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে হরিজন' ঋষি বাহাই সম্প্রদায়ের লোক বসবাস করে।
ভাষা
ঢাকায় বসবাসকারী প্রায় সবাই বাংলা ভাষায় কথা বলে লোকেরা উর্দুতে কথা বলে থাকেন হিন্দি তামিল তেলুগু ব্যবহার করেন।
সংস্কৃতি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ধরে তার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে ঢাকা শহরের সংস্কৃতি কেন্দ্র নাটক পাড়া বলা হয় সেখানকার নাট্যমঞ্চ গুলোর জন্য।
ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা
বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ টুডে, ফিনান্সিয়ালেক্সপ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, নিউ এইজ, নিউ নেশন, ডেইলি স্টার, নিউজ টুডে।
ঢাকায় অবস্থিত সংবাদ সংস্থা
বাংলাদেশ সংবাদ সংস্থা
ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ
সাহিত্য পত্রিকা
কালিকলম, সমুদিত, সমধারা, অনুপ্রাণন, নান্দিক, কালাঞ্জলি,কথা বাংলার কবিতা পত্র,জলধি।
অনলাইন পত্রিকা
bdnews24.com banglanews24.com
খেলাধুলা
ফুটবল- মোহামেডান,ঢাকা আবাহনী
ক্রিকেট -ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট দল ও ঢাকা ডায়নামাইটস।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সকল কেন্দ্রবিন্দু।
দর্শনীয় স্থান
চিড়িয়াখানা মিরপুর, শিশু পার্ক শাহবাগ, বিজ্ঞান জাদুঘর আগারগাঁও, মুক্তিযুদ্ধ জাদুঘর সেগুনবাগিচা, শিশু মেলা শ্যামলী, সামরিক জাদুঘর মিরপুর, আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে, জাতীয় জাদুঘর শাহবাগ, লালবাগ কেল্লা লালবাগ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর নভোথিয়েটার বিজয় সরণী, ফ্যান্টাসি কিংডম আশুলিয়া, সোহরাওয়ার্দী উদ্যান,বাহাদুর শাহ পার্ক সদরঘাট।
ঢাকার প্রথম
মন্দির ঢাকেশ্বরী মন্দির, মসজিদ নারিন্দার বিনত বিবির মসজিদ, মুসলিম শিলালিপি বিনতবিবির মসজিদের কারুকার্য, নির্বাক চলচ্চিত্র- দি লাস্ট কিস,পাবলিক মার্কেট ঢাকা পৌরসভার চেয়ারম্যান নবাব ইউসুফজান ১৯১৩ সালে ঢাকার প্রথম পাবলিক মার্কেট প্রতিষ্ঠা করে.
ম্যাজিস্ট্রেট সম্ভবত ইংলিশ মিস্টার ডে ঢাকার প্রথম ম্যাজিস্ট্রেট। নির্বাচিত চেয়ারম্যান আনন্দ চন্দ্র রায়, হাসপাতাল হাজার ১৮০৩ সালে ঢাকার প্রথম হাসপাতাল স্থাপিত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন