বিশ্বকাপ ফুটবল ২০২২

 

বিশ্বকাপ ফুটবল এ যেন এক অপেক্ষা পর পাওয়া কোনো উপহার।দীর্ঘ চার বছর পর পর এই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। মানুষের হৃদয়ে বিশ্বকাপ ফুটবল একটা আলাদা জায়গা তৈরি করেছে। কত উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলাটি উপভোগ করে সবাই তা বিশ্বকাপের সময় এলেই বুঝা যায়। দেয়ালে,ছাঁদে গাছের ডগায় শুধু পতাকা আর পতাকার দেখা মেলে।তর্ক বির্তকের কথা না বললেই নয় সবাই নিজ নিজ পছন্দে দলের জন্য কত প্রকার যুক্তি দেখায় তা বলার অপেক্ষা রাখে না। মনে হলো এই বুঝি এ ওকে মেরে দিলো। দিনশেষে সব ফুটবল প্রেমীরা এক।


কাতার বিশ্বকাপ ২০২২

কাতার একটি মুসলিম রাষ্ট্র। তাই এবার নতুন মাত্রা যোগ করেছে ফুটবল বিশ্বকাপে।একের পর এক চমক দেখিয়েছে কাতার। তাদের উদ্ভাবনী সকল চিন্তা চেতনা একটা ভিন্ন স্বাদ যুক্ত করেছে ফুটবল প্রেমীদের মনে। যা ২০১৮ সালের পর থেকেই সকলের মনে একটা কৌতূহল ছিলো। 

*** সময়কাল- ২০ নভেম্বর -১৮ ডিসেম্বর ২০২২। 

*** দল -৩২ টি। 

*** ভেন্যু- ৮ টি (৫ টি শহরে) । 

*** ম্যাচ - ৬৪ টি। 

*** থিম সং- হায়া হায়া (একত্রে ভালো) 

*** কন্ঠশিল্পী- আয়েশা (কাতার),ডাভিদো(নাইজেরিয়া), ত্রিনিয়াদ কার্ডোনা(যুক্তরাষ্ট্র)। 

*** ম্যাসকট- "লা ইব" (এটি একটি আরবি শব্দ -যার অর্থ হলো বিশেষ দক্ষতা সম্পন্ন খেলোয়াড়)। 

*** বলের নাম - আল রিহলা (Al Rihla). 


ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল বিশ্বকাপঃ

মধ্যপ্রাচ্যের একটি দেশ কাতার। তাদের রয়েছে তেলের খনি। প্রচুর ধনী দেশ হওয়ায় তারা জলের মতো করে টাকা উড়িয়েছে। যা গত বিশ্বকাপের দিকে তাকালে আকাশ পাতাল ব্যবধান পরিলক্ষিত হয়। তারা এত পরিমান টাকা খরচ করেছে যা শুনলে যে কেউ স্তব্ধ হয়ে যাবে। খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করে দেওয়া হয় নামীদামী বিলাসবহুল হোটেলে, দলগুলোর অনুশীলন এর ব্যবস্থা,নিরাপত্তা সবগুলোই ছিলো চোখে পড়ার মতো। আর স্টেডিয়ামের কথা না বললেই নয়। টাকার হিসাব করলে কাতার মোট খরচ করেছে ২২,৬৪,০০০ কোটি টাকা যা গত ২১ বিশ্বকাপেও করা হয় নি। ২০১৪ ব্রাজিল খরচ করে ১,৫৪,০০০ কোটি টাকা।

২০১৮ সালে রাশিয়া খরচ করে ১,১৮,০০০কোটি টাকা। প্রায় ২১ গুন বেশি খরচ করে কাতার। 


বিশ্ব কাপের ৮ টি গ্রুপঃ

গ্রুপ "এ" - কাতার,ইকুয়েডর,সেনেগাল ও নেদারল্যান্ডস। 

গ্রুপ "বি" - ইরান, ওয়েলস,ইংল্যান্ড,যুক্তরাষ্ট্র।

গ্রুপ "সি" -  আর্জেন্টিনা,সৌদি আরব,মেক্সিকো, পোল্যান্ড। 

গ্রুপ "ডি" - ফ্রান্স,ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া।

গ্রুপ " ই" - জার্মানী,স্পেন,জাপান,কোষ্টারিকা।

গ্রুপ" এফ" -কানাডা,মরক্কো,ক্রোয়েশিয়া,বেলজিয়াম। 

গ্রুপ " জি" - সার্বিয়া,সুইজারল্যান্ড, ক্যামেরুন,ব্রাজিল। 

গ্রুপ " এইচ" - ঘানা,উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া,উরুগুয়ে। 


 গুরুত্বপূর্ণ ম্যাচঃ

 ° উদ্ভোধনী ম্যাচ- ২০/১১/২০২২- আল বায়েত 

 কোয়ার্টার ফাইনাল- ০৯/১২/২০২২- এডুকেশন সিটি স্টেডিয়াম ও লুসাইল আইকনিক স্টেডিয়াম। 

 ° সেমিফাইনাল - ১৩ এবং ১৪ ডিসেম্বর - লুসাইল এবং আল বায়েত।

 ° তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ - ১৭ ডিসেম্বর - খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম। 

 ° ফাইনাল - ১৮ ডিসেম্বর - লুসাইল আইকনিক স্টেডিয়াম। 


শেষ বিশ্বকাপঃ 

- লিওনেল মেসি - আর্জেন্টিনা। 

- ক্রিস্টিয়ানো রোনালদো - পর্তুগাল। 

- এ্যাঞ্জেল ডি মারিয়া - আর্জেন্টিনা। 

- টমাস মুলার - জার্মানী। 

- করিম বেনজামা- ফ্রান্স 

- লুকা মদ্রিচ - ক্রোয়েশিয়া। 

- মার্কো রিউস- জার্মানী। 

- লুইস সুয়ারেজ - উরুগুয়ে। 

- থিয়াগো সিলভা - ব্রাজিল।

- এডিনসন কাভানি - উরুগুয়ে। 


বাদ পড়া দলসমূহ 

২০২২ সালে অনেক দলই নেই যারা ২০১৮ সালে ছিলো। রাশিয়া,নাইজেরিয়া,মিসর,পেরু,আইসল্যান্ড,সুইডেন, পানামা,কলম্বিয়া।  এখানে দলগুলো বাছাই পর্বে বাদ পড়ে গিয়েছে। 


মুসলিম দেশ সমূহ 

এই বিশ্বকাপে ৬ টি মুসলিম দল অংশগ্রহন করে। কাতার,সৌদি আরব, ইরান,মরক্কো,তিউনিসিয়া, সেনেগাল। 

২০২২ বিশ্বকাপ যত রেকর্ড গড়েছে 

আরব এবং মধ্য প্রাচ্যে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত। নভেম্বর -ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। প্রতিবার বাঙালি গরমে অতিষ্ট হয়ে খেলা দেখলেও এবার বাঙ্গালিকে শীতের পোষাক পড়ে খেলা দেখতে হয়। কাতারের স্টেডিয়াম পাশাপাশি হওয়ায় একটি থেকে অন্যটির দুরুত্ব ১ ঘন্টা সময়। এশিয়াতে  অনুষ্ঠিত দ্বিতীয় আসর। প্রথমটি ২০২২ সালে জাপান এবং দক্ষিণ কোরিয়া। 


প্রাইজমানি 

মোট ৪৪০ মিলিয়ন ডলার। 

*** ৯ মিলিয়ন $ - গ্রুপ পর্বে বাদ পড়া ১৬টি দল (১৬×৯= ১৪৪ মিলিয়ন $)

*** ১৩ মিলিয়ন $ - দ্বিতীয় রাউন্ড বাদ পড়া ৮টি দল (৮×১৩= ১০৪ মিলিয়ন $)

*** ১৭ মিলিয়ন $- কোয়ার্টার ফাইনালে বাদ পড়া ৪ দল (৪× ১৭= ৬৪ মিলিয়ন $)

*** ২৫ মিলিয়ন $- চতুর্থ স্থান অধিকারী দল। 

(২৫ মিলিয়ন $)

*** ২৭ মিলিয়ন $ - তৃতীয় স্থান অধিকারী দল। (২৭মিলিয়ন $)

*** ৩০ মিলিয়ন $ - রানার্সআপ দল (৩০ মিলিয়ন $)

*** ৪২মিলিয়ন $ - চ্যাম্পিয়ন দল ( ৪২ মিলিয়ন $)

শেষ কথা 

কাতার বিশ্বকাপ সবার হৃদয়ে একটা আলাদা করে নিয়েছে। এটা আরো নতুন মাত্রা যোগ করছে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে। খরচ, আয়োজন, নিরাপত্তা, আধুনিকতার ছোঁয়া সবকিছুর জন্যই কাতার বিশ্বকাপ সকল ফুটবল প্রেমীদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। 

মন্তব্যসমূহ