আমরা সবাই আমাদের আশার গন্তব্যস্থলে পৌঁছোতে চাই , মানে জিততে চাই , মানে সফলতা চাই , তাই প্রথমেই আমাদেরকে জানতে হবে সফলতা কি বা সফলতা কাকে বলে ।
সফলতা এরকম কোন নির্দিষ্ট বস্তু নয় যে আমরা তা একবার অর্জন করলেই সারাজীবন সে আমাদের কাছে থাকবে । জীবনের প্রতিটি পদক্ষেপে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারার নামই সফলতা । যার যা লক্ষ্য তার কাছে সেটাই তার সফলতা । সফলতা ঠিক তরল পদার্থের মতো , কোন জলকে যেমন যে পাত্রে রাখা যায় তা সেই পাত্রের আকার ধারণ করে। সফলতাও ঠিক সেইরকম তাকে যে যেভাবে চায় সে তার কাছে সেইভাবেই ধরা দেয় । নানান রকম মানুষের আশা নানান রকমের হয় । কেউ চায় অর্থ , কেউ চায় নাম যশ খ্যাতি , কেউ চায় একটু সুখ । সেই রকমই যে যার আশাকে পূর্ণ করতে পারার নামই সফলতা ।
ইসলামের দৃষ্টিকোন হতে সফলতা সম্পর্কে আল কুরআনের বাণী :
সফলতা লাভ করলো সেই সব মুমিন যারা তাদের ছালাতে খুশু অবলম্বন করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা পবিত্রতা বিধান কাজে তৎপর থাকে, যারা লজ্জাস্থানের হিফাজাত করে নিজেদের স্ত্রী ও দক্ষিণ হস্তের মালিকানাধীন স্ত্রীলোকদের ছাড়া, এই ক্ষেত্রে তারা ভৎসনার যোগ্য নয়, তবে এর বাইরে কিছু চাইলে তারা হবে সীমালংঘনকারী, যারা আমানাত ও ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে, যারা সালাতের পূর্ণ হিফাজাত করে। তারাই সেই উত্তরাধিকারী যারা উত্তরাধিকার হিসাবে ফিরদাউস পাবে, সেখানে তারা থাকবে অনন্তকাল।”
দুনিয়ার অধিকাংশ মানুষকেই জীবনের প্রকৃত মিশনের প্রতি উদাসীন থেকে ‘সফলতার’ ভুল ধারণার বশবর্তী হয়ে বেহুঁশের মতো ছুটতে দেখা যায়। সাধারণ মুসলিমরা এই জীবনে টাকার পাহাড় গড়তে পারা, বিশাল অট্টালিকার মালিক হওয়া, বহু সংখ্যক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হওয়া, বিলাসী জীবন যাপন করতে পারা এবং প্রভাব-প্রতিপত্তিতে অপরকে ছাড়িয়ে যেতে পারাকেই তারা মনে করে সফলতা। আর দ্বীন কায়েমের পথে সংগ্রামরত অনেকে মনে করেন শুধুমাত্র দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি ইসলামপন্থীদের হাতে থাকাই সফলতা। অন্যথায় আমরা ব্যর্থ।
কিন্তু মহাজ্ঞানী রাব্বুল আলামীনের দৃষ্টিতে সফলতার স্বরূপ ভিন্ন। আল কুরআনের বহু সংখ্যক আয়াতে তিনি সফল ব্যক্তিদের পরিচয় তুলে ধরেছেন যাতে মানুষ ‘সফলতার’ ভুল ধারণা থেকে মুক্ত হতে, সঠিক ধারণা লাভ করতে এবং সঠিক কর্মপন্থা অবলম্বন করতে পারে। বেশীরভাগ নবী রাষ্ট্রীয় ক্ষমতা পান নি। তাই বলে কি তাঁরা ব্যর্থ? আসুন আমরা জানি আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা সফলতা এবং সফল ব্যক্তি সম্পর্কে কি বলেছেন।
জেনে রাখ, যারা আল্লাহর বন্ধু, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের কোন ভয় ও চিন্তার কারণ নেই। দুনিয়া এবং আখিরাতে- উভয় জীবনেই তাদের জন্য সুসংবাদ। আল্লাহর কথা পরিবর্তিত হবার নয়। এটি বড়ই সফলতা।
অবশ্যই সেই ব্যক্তি সফল যে নিজকে পরিশুদ্ধ করে নিয়েছে। আর সেই ব্যক্তি বিফল যে নিজকে দাবিয়ে দিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন