Population Projection বা জনসংখ্যা অভিক্ষেপ নিয়ে আলোচনা।



জনসংখ্যার চক্র


জনসংখ্যা অভিক্ষেপ 

জনসংখ্যা অভিক্ষেপ বলতে বোঝায় যে একটা দেশ বা অঞ্চলের জনসংখ্যার আকার বা গঠন এর প্রতিচ্ছবি কেমন হবে ভবিষ্যতে। সাধারণত লিঙ্গ এবং বয়স অনুযায়ী কেমন হবে ভবিষ্যতের জনসংখ্যা সেটাই জনসংখ্যা অভিক্ষেপ এর মুল বক্তব্য।এটা বলতে এমন কিছু বুঝায় না যে কোনো বিষয় সম্পর্কে শুধু ভবিষ্যদ্বাণী করলেই সেটা ভবিষ্যতে সংগঠিত হবে।মূলত জনসংখ্যা অভিক্ষেপ এর যে সকল বিশেষ গুণ(উর্বরতা,নশ্বরতা,অভিপ্রয়া ণ)গুলা যদি ভবিষ্যতে  সংগঠিত হয় তাহলে জনসংখ্যা এর আকার বা গঠন এর যে পরিবর্তন সাধিত হবে সেটাই জনসংখ্যা অভিক্ষেপ।

 

জনসংখ্যা অভিক্ষেপ এর উদ্দেশ্য 

শ্রমশক্তি থেকে কারা অবসর নিচ্ছে বা নেয়ার দরকার সেই ডাটা পাওয়া যেতে পারে।যেমন আমাদের দেশের পি.এস.সি এর যে সকল ক্যাডার নিয়োগ হয় সেটা তে ও পদ খালি থাকা সাপেক্ষে ব্যবহার করা যেতে পারে।সরকারের ঠিক কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সেখানে কোন ধরনের কাঠামো দরকার, শিক্ষক দরকার এসব ডাটা সংগ্রহ এর কাজে ব্যবহার করা যায়।দেশে ১ বছরে কতগুলা হাসপাতাল দরকার বা সেখানে কতজন ডাক্তার নিয়োগ দরকার।আবাসান পরিকল্পনায় ব্যবহার করা যায়। বাংলাদেশ সরকারের আশ্র‍য়ন প্রকল্প এর কথা ই যদি ধরা হয় দেখা যায় যে ১৯৯৭ সালে আওমীলীগ সরকার এই প্রকল্প  এর উদ্যোগ গ্রহণ করেছিল এবং ২০১৮-১৯ সালে প্রায় ২ লাখ ৫০ হাজার গৃহহীণ পরিবার কে আশ্রয় এর উদ্যোগ নেয়া হয়েছিল এটা এক ধরনের জনসংখ্যা অভিক্ষেপ এর ই উদাহরন। 

 জনসংখ্যা অভিক্ষেপ এবং জনসংখ্যা অনুমান

জনসংখ্যা অভিক্ষেপ এবং জনসংখ্যা অনুমান এর মধ্যে কিছু বৈসাদৃশ্য বিদ্যমান।যেমনঃ জনসংখ্যা অনুমান করা হয় শুধু বর্তমান আর অতিত এর উপাত্ত নিয়ে।কিন্ত জনসংখ্যা অভিক্ষেপ ভবিষ্যতের উপাত্ত নিয়ে।জনসংখ্যা অনুমান একটা স্বল্প সময় ব্যাপী প্রক্রিয়া।কিন্ত জনসংখ্যা অভিক্ষেপ একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। জনসংখ্যা অনুমান এ প্রেক্ষিত উপাত্ত দরকার হয় কিন্তু অভিক্ষেপ এ তার দরকার হয় না।জনসংখ্যা অনুমান মুলত জনসংখ্যা এর আকার এর উপর বেশি প্রাধান্য দেয়।কিন্ত জনসংখ্যা অভিক্ষেপ জনসংখ্যা এর আকার সহ অন্যান্য বিষয় যেমন,বয়স,বিয়ে,শিক্ষা সহ অনেক বৈশিষ্ট এর উপর কাজ করে।


জাতীয় এবং আন্তর্জাতিক কার্যক্রম

সাধারণত দায়িত্বশীল যেসকল সরকারি  সংস্থা আছে  তারাই মূলত এই সকল জনসংখ্যার অভিক্ষেপ বা অনুমান করে থাকে।সংস্থা গুলা মূলত বয়স,লিঙ্গ, চাহিদা এসব বিবেচনা করে পরিকল্পনা করে বাস্তবায়ন করে।জনসংখ্যার বিস্তারিত জানার জন্য  শিক্ষা,পেশা, বৈবাহিক অবস্থা ইত্যাদি সংযুক্ত করাহয়।জাতীয় অনুমান গুলা অনেক সময় সমন্বয় সাধন করতে ব্যর্থ হয়।কারন  আদমশুমারী এর বিভিন্নভুল বা সমন্বয়হীনতার জন্য।এই জন্য দেখা যায় যে আমেরিকা বা জাতিসংঘ যখন কোনো অনুমান বা জনসংখ্যা অভিক্ষেপ করে আমাদের দেশ কে কেন্দ্র করে তখন তাদের উপাত্ত এবং আমাদের দেশের সংস্থা গুলার উপাত্তে মধ্যে একটা অনেক বড় ব্যবধান দেখা যায়। আর তখন সরকারের সাথে একটা দ্বন্দ্ব এর সম্মুখীন হতে হয়।এই জনসংখ্যা অনুমান বা অভিক্ষেপ সুযোগ সাপেক্ষে পরিবর্তন হয়।


মন্তব্যসমূহ