কেন নিজেকে পরিবর্তন করবো?

 


"অস্বচ্ছ কাচের দিকে তাকালে নিজেকেও অস্বচ্ছই মনে হবে, কাচটি স্বচ্ছ করে দেখো পরিবর্তনটি তুমিই লক্ষ্য করতে পারবে "

    -  শিমুল বিশ্বাস 


উক্তিটি দেখে হয়তো আমরা অনেকেই বুঝতে পারছি  আবার অনেকেই বুঝি নি। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজের মধ্যে দিয়ে যায়। হতে পারে সেটা ভালো হতে পারে সেটা খারাপ। তবে ভালো খারাপ নির্ভর করবে আপনি কিভাবে দেখছেন।আপনি হয়তো এমন একজন লোকের সাথে চলাফেরা করছেন সে একজন চোর। এখন আপনার মনে হতেই পারে আপনি কেন চোরের সাথে মিশবেন। আপনি তো ভালো। একটা কথা  আমরা সবাই জানি 

সঙ্গ দোষে লোহা ভাসে।

এই উপমাটা আমরা তখন দেয় যখন একজন খারাপের সাথে ভালো মিশে খারাপ হয়। 

কেন বিষয়টা একটু অন্যভাবে দেখা যায় না? 

যায় কিভাবে,, যদি আমরা একজন খারাপ ছেলেকে ভালোর সাথে মিশতে দেয় বা মিশতে বলি। সেই খারাপ ছেলেটাও তো ভালো ছেলের সাথে মিশে ভালো হতে পারে। তখন কি আমরা বলতে পারি না যে সঙ্গ গুনে কাঠ লোহা হয়?

হ্যা পারি। 

কারন আমরাই এটা হতে দেয়  না। কারন খারাপকে সবসময় খারাপ করেই দেখি এবং ভালোর সাথে মিশতে দেয় না। ভালো খারাপ মিশতে দেয় তাহলে ভালো খারাপ মিলে ভালোই হবে যদি ভালো নিজের প্রতি বিশ্বাস এবং ভরসা থাকে যে সে নিজেকে একই রেখে খারাপকে পরিবর্তন করবে। তাহলেই সম্ভব। 

সবারই উচিত পাশের মানুষদের নিয়ে সুন্দর ভাবে জীবনযাপন করা।পাশের মানুষটি খারাপ হওয়া মানেই নিজের ব্যর্থতা। কারন পাশের মানুষটির ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের।  দশে মিলে এক হয়। যদি সমাজে দশ হতে একটি সংখ্যাও বাকি হয় তাহলে সেটা দশ হয় না। সুতরাং সমাজ সমাজের মতো করেই চিন্তা করতে হবে। তবেই সমাজ থেকে দূর হবে হিংসা,লোভ, প্রভাব,সন্ত্রাস, রাহাজানি,দাঙ্গা, হাঙ্গামা, নেশাখোর,চোর ইত্যাদি। সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। 

মন্তব্যসমূহ